প্রতিবেদনে দাবি, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষতির বড় অংশ বহন করেছে মস্কো। ১২ লাখ হতাহতের মধ্যে নিহতের সংখ্যা সোয়া তিন লাখ। অন্যদিকে, ইউক্রেনে পাঁচ থেকে ছয় লাখ হতাহতের মধ্যে প্রাণহানি এক থেকে দেড় লাখ।
আরও পড়ুন:
এদিকে, গতকাল স্থানীয় সময় (মঙ্গলবার, ১৭ জানুয়ারি) ইউক্রেনের খারকিভে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ হামলায় প্রাণ গেছে অন্তত চারজনের। সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
গেলো ২৪ ঘণ্টায় খারকিভ আর ঝাপোরিঝিয়ায় ইউক্রেনের আরও দুটি বসতিরও দখল নিয়েছে রাশিয়া।





