মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরানের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ মিশরের

বৃহস্পতিবার তিন ঘণ্টার জন্য ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে সব এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে মিশর। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার জেরে এ সিদ্ধান্ত নেয় মিশর কর্তৃপক্ষ।

দেশটির বিমান পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স ইরান ও লেবাননের আকাশসীমা এড়াতে তাদের সময়সূচী সংশোধন করেছে। পাশাপাশি বন্ধ করে দিয়েছে ইসরাইল ও লেবাননগামী সব ফ্লাইট।

৮ আগস্ট তেহরান সময় ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সামরিক মহড়া চলবে। তাই নিরাপত্তার স্বার্থে এ সময় ইরানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর