কালো পোশাকে তেহরানের রাস্তায় রাইসির কফিনের সঙ্গে হেঁটেছেন শোকার্ত ইরানের সাধারণ মানুষ। মঙ্গলবার কুওম শহরে জানাজা শেষে তেহরানে নিয়ে আসা হয় রাইসির মরদেহ। এর আগে গেলো ১৯ মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুর পর রাইসির মরদেহ প্রথমে তাবরীজে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার জন্মস্থান মাশদাদে তাকে দাফন হবে। ইব্রাহীম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করে জাতিসংঘে অর্ধনমিত রাখা হয়েছে পতাকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পালন করেছেন এক মিনিট নীরবতা।