এদিকে রাফায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি বাহিনী। এতে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন দেশ।
রাফায় স্থল অভিযান বন্ধে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের কাছে অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি স্নাইপারের গুলিতে খান ইউনিসে আরও তিন জন নিহত হয়েছেন।
এদিকে খান ইউনিসের আল নাসের হাসপাতালে হামাসের সামরিক কার্যক্রম দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে আইডিএফ। পুরো পশ্চিমতীরে গণহারে সাধারণ মানুষকে গ্রেফতার করছে ইসরাইলি সেনারা।