আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) চট্টগ্রামের কদমতলীতে ওয়ান প্লাস নামের এ কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব জানায়, চট্টগ্রামের কদমতলীতে ওয়ান প্লাস নামে এ কারখানাটি বিদেশ থেকে বৈদ্যুতিক সরঞ্জাম এনে সংযোজন করা হতো। এরপর মেড ইন চায়না লিখে তা কম দামে তা বাজারজাত করে। বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে লাইট, সুইচ, সুইচ বোর্ড, সার্কিট বোর্ডসহ বেশ কিছু পণ্য পাওয়া যায়।
র্যাব আরও জানায়, বিএসটিআইএর অনুমোদন না থাকায় এসব পণ্য মানসম্মত কিনা তা নিশ্চিত নয়। তাছাড়া তাদের নিজেদেরও কোনো মান যাচাইয়ের যন্ত্রপাতি নেই। এতে রাজস্ব হারাচ্ছে সরকার।
আরও পড়ুন:
এসময় নিম্নমানের এসব পণ্য ব্যবহারের কারণে দেশে অনেক অগ্নি দুর্ঘটনা হচ্ছে, এতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি বাড়ছে বলেও জানান তিনি। এক্ষেত্রে ক্রেতাদেরও সতর্ক থাকার পরামর্শ দেন র্যাবের কর্মকর্তারা।
পরে কারখানাটিকে এক মাসের মধ্যে কাগজপত্র ও সরকারি অুনমোদন নেয়ার সময় বেঁধে দিয়ে সে পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।





