মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

রাফা শহরেও অভিযান চালাবে ইসরাইল

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইইউ উদ্বেগ জানিয়েছে

এবার মিশর সীমান্তবর্তী রাফা শহর থেকেও ফিলিস্তিনিদের সরানোর উদ্যোগ নিচ্ছে ইসরাইল। সেনাবাহিনীকে এ বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করতে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজার অন্য সব অঞ্চলে ইসরাইলের সর্বাত্মক অভিযান থেকে বাঁচতে গেল চার মাসে রাফা শহরে আশ্রয় নিয়েছে ১৫ লাখ ফিলিস্তিনি। এ শহরে ইসরাইলের আগ্রাসন আরও বড় বিপর্যয় ডেকে আনবে বলে জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে শহর থেকে সবাইকে সরিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছে দাতব্য সংস্থাগুলো। গাজাজুড়ে শিশুসহ লাখ লাখ মানুষ দিনের পর দিন অনাহারে কাটাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসছে। অনেকেই বাঁচার জন্য পশু খাদ্য গুঁড়ো করে সেগুলো খাচ্ছেন, পশুখাদ্যের দামও বেড়ে গেছে। পানির জন্য মাটি খুঁড়ছে মরিয়া বাসিন্দারা।

উপত্যকার ১৫ শতাংশ শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া প্রায় তিন লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় প্রাণ গেছে ২৮ হাজারের বেশি মানুষের।