বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে সন্ত্রাসী হামলা বাড়ায় মোতায়েন করা হয়েছে এই রণতরী। ইরান জানায়, ২০০৯ সাল থেকে এই অঞ্চলে জাহাজ চলাচল নিরাপদ রাখতে, জলদস্যুদের হামলা এড়াতে নৌযান মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র।
ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের অনেকাংশই নিয়ন্ত্রণ করে। নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে এই বিদ্রোহী গোষ্ঠী। এই গোষ্ঠীর হুমকি মোকাবিলায় গেল ডিসেম্বরে লোহিত সাগরে রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে আর রোববার (৩১ ডিসেম্বর) সকালে মার্কিন দুই যুদ্ধজাহাজ ইউএসএস আইজেনহোয়ার আর ইউএসএস গ্রেভ্যালি সিঙ্গাপুরের পতাকাবাহী মায়েরেস্কের একটি জাহাজের কাছ থেকে বার্তা পেয়ে দ্রুত পদক্ষেপ নেয়।
এরপর হুতিদের ৪টি নৌকায় হেলিকপ্টার দিয়ে হামলা করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ১০ জন হুতি সদস্যের মৃত্যু হয়। এই ঘটনার পরই লোহিত সাগরে রণতরী মোতায়েন করে ইরান।