যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গ্রেপ্তার অন্তত ৮১

শার্লট শহরে অভিবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ
শার্লট শহরে অভিবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

যুক্তরাষ্ট্রের শার্লট শহরে একদিনের অভিযানে অন্তত ৮১ অভিবাসীকে গ্রেপ্তার করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সদস্যরা। তাদের বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। তবে বৈধ কাগজপত্র থাকার পরও হয়রানির লক্ষ্যে গণগ্রেপ্তার চালানো হচ্ছে বলে অভিযোগ শার্লটের নগরবাসীর। দ্রুত অভিবাসনবিরোধী অভিযান বন্ধের আহ্বান তাদের। এছাড়া, গ্রেপ্তার আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শহরের অনেক স্থানে।

অকথ্য গালি আর গাড়ির কাঁচ ভেঙে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের নামে যুক্তরাষ্ট্রের শার্লট শহরের বাসিন্দাদের হেনস্তা করছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। সম্প্রতি নর্থ ক্যারোলিনার এই শহরটিতে অভিবাসনবিরোধী অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। শহরটিতে চলমান অভিযানের নেতৃত্ব দেয়া মার্কিন সীমান্তরক্ষী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেগরি বোভিনো রোববার সোশ্যাল মিডিয়ায় জানান, শার্লটে প্রথম দিনের অভিযানে গ্রেপ্তার হয়েছে অন্তত ৮১ জন। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

তবে ভিন্ন কথা বলছে শার্লটের সাধারণ মানুষ। বৈধ কাগজপত্র থাকার পরও শুধু হয়রানির জন্য আইসিই সদস্যরা গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ তাদের। ভয়ে-আতঙ্কে দোকানপাট বন্ধ রেখেছে অনেকে

স্থানীয়দের একজন বলেন, ‘আজ দোকান বন্ধ রাখেছি। জানি না কখন আবার সবকিছু স্বাভাবিক হবে এবং নির্ভয়ে দোকান খুলতে পারব। শহরবাসীর ওপর অন্যায় করা হচ্ছে।’

আরও পড়ুন:

এছাড়া গত শনিবার শার্লটে অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে রাস্তায় নামে নগরবাসী। সেখান থেকে দ্রুত চলমান অভিযান বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। এর আগে, শিকাগোতে অভিবাসনবিরোধী বিক্ষোভে দমন-পীড়ন চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

নয় লাখেরও বেশি মানুষের বাস ডেমোক্রেট নেতৃত্বাধীন শার্লটে। স্থানীয় নেতৃবৃন্দের তীব্র আপত্তি এবং শহর অপরাধের মাত্রা কমা সত্ত্বেও নতুন করে অভিবাসী নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে আইসিই।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর অনন্য যেকোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান বেড়েছে। আর বরাবরই রিপাবলিকান সরকারের রোষানলের কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট অধ্যুষিত শহরগুলো। লস অ্যাঞ্জেলেস, শিকাগোর মতো যে শহরগুলোতে ডেমোক্রেট সমর্থিত মেয়র রয়েছে, সেগুলোতে ইমিগ্রেন্ট পুলিশের তৎপরতা ক্রমেই বাড়িয়ে যাচ্ছে হোয়াইট হাউজ।

এফএস