পাকিস্তানে বোমা হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার

পাকিস্তানে বোমা হামলা
পাকিস্তানে বোমা হামলা | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তি হামলাকারীকে মোটরসাইকেলে করে আদালত চত্বরে নিয়ে এসেছিল। এদিকে, সন্ত্রাসী হামলার জন্য ভারত ও আফগানিস্তানকে দায়ী করে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের আইনজীবীরা। এদিকে, নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান ছাড়ছেন শ্রীলঙ্কার ৮ ক্রিকেটার।

রাজধানী ইসলামাবাদে গেল এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলায় অস্থির হয়ে উঠেছে গোটা পাকিস্তান। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের সংঘর্ষ চরমে পৌঁছেছে। সীমান্তবর্তী অঞ্চল ছাড়িয়ে হামলার শঙ্কা এখন প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়ছে। যা নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে গোটা পাকিস্তানকে।

মঙ্গলবার ইসলামাবাদের আদালত চত্বরে টিটিপির আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় অন্তত ১২ জন। এ সময় আহত হয় আরও ৩৬ জন। পুলিশ জানিয়েছে, হামলাকারী আদালত ভবনে ঢুকতে না পেরে কোর্টের বাইরে রাস্তায় পার্ক করা গাড়িতে হামলা চালায়।

ঘটনার দুইদিন পর সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন এক মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি একটি অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের বাইক চালক। সে হামলাকারীকে মোটরসাইকেলে করে আদালত চত্বরে নিয়ে আসে। পরে সেখানে ১৫ মিনিট অবস্থানের পর চলে যায়। আটকের পর তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

আরও পড়ুন:

তার সম্ভাব্য আরও কোনো সহযোগী আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারী কোন জায়গা থেকে বিস্ফোরক সংগ্রহ করেছে সে বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ।

পাকিস্তানের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রতিবেশী ভারত ও আফগানিস্তানকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতীয় পরিষদের ভাষণে তিনি বলেন, এটি আর গোপন কোনো বিষয় নয়, এসব হামলার পেছনে বিদেশি শক্তির হাত আছে। পাকিস্তানের শত্রুদের উপযুক্ত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি জানান শেহবাজ শরীফ।

আত্মঘাতী এই বোমা হামলাকে গোটা পাকিস্তান জাতির ওপর আক্রমণ বলে নিন্দা জানিয়েছেন ইমরান খানের ঘনিষ্ঠ এবং পিটিআই-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান গওহর আলী খান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় ঐক্যের ডাক দেন তিনি।

পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গওহর আলী খান বলেন, ভয়াবহ এই আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান পাকিস্তানের বেশ কয়েকজন আইনজীবী। বুধবার তাদের জানাজায় অংশ নেন বিচারক, আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। দেশের ভয়ের পরিবেশ দূর করতে সব ধরনের পদক্ষেপ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আইনজীবীরা।

এদিকে, নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান সফর ছেড়ে দেশে ফিরতে চাচ্ছেন শ্রীলঙ্কার ৮ ক্রিকেটার। এমন পরিস্থিতিতে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচও এক দিন করে পিছিয়ে দেয়া হয়েছে। তবে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান। অন্যদিকে ফিরতে চাওয়া খেলোয়াড় ও সহকারী স্টাফদের কড়া সতর্কবার্তা জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ইএ