মামদানি জয়ী হওয়ায় যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে: ট্রাম্প

মামদানি ও ডোনাল্ড ট্রাম্প
মামদানি ও ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

নিউইয়র্ক সিটির নতুন যুগের প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এরইমধ্যে নগর প্রশাসনের ৫ সদস্যদের দল গঠন করেছেন তিনি। মামদানির বিজয়ে নতুন স্বপ্ন দেখছে নিউইয়র্কবাসী। মামদানিকে আবারও কমিউনিস্ট উল্লেখ করে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের বর্তমান মনোভাব সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচিত হয়েই ইতিহাস গড়লেন জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সেই দেশটির সবচেয়ে বড় শহরের নগরপিতার দায়িত্ব পেলেন তিনি। বিজয়ী ভাষণে মামদানি বলেন, ‘ট্রাম্পের মতো স্বৈরাচারকে কিভাবে পরাজিত করতে হয়, তা নিউইয়র্কবাসী দেখিয়ে দিয়েছেন।’

বিজয়ের একদিন পরই কাজ শুরু করে দিয়েছেন নবনির্বাচিত মেয়র। এরইমধ্যে গঠন করেছেন নগর প্রশাসনের ৫ সদস্যের একটি দল। একজন এক্সিকিউটিভ ডিরেক্টর ও চার সহ-সভাপতির সবাই নারী সদস্য। নগরবাসীর ক্রয়ক্ষমতার সংকট মোকাবিলা, আবাসন সমস্যা দূর করাসহ জনসাধারণের আস্থা পুনর্নির্মাণে কাজ করার অঙ্গিকার করেছেন তিনি। বলেন, নিউইয়র্ক সিটির নতুন যুগের শুরু হয়েছে।

আরও পড়ুন:

মামদানির বিজয়ে নতুন শহরের স্বপ্ন দেখছেন নিউইয়র্কবাসী। তারা ট্রাম্পের সঙ্গে লড়াইয়েও প্রস্তুত। তাদের বিশ্বাস, মামদানির হাত ধরেই পরিবর্তন আসবে এই শহরের।

তবে মামদানির এই জয় কিছুতেই মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, মামদানির এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারাতে বসেছে। মামদানিকে কমিউনিস্ট বলে আবারও কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট।

কেবল নিউইয়র্ক নয়, ভার্জিনিয়া, নিউজার্সিতে ভরাডুবি হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টির। সব জায়গায় ডেমোক্র্যাটদের জয়জয়কার। বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের প্রতি তাদের বর্তমান মনোভাব প্রকাশ করেছেন।

মামদানির মূল লক্ষ্য নিউইয়র্ক শহরকে সাধারণ কর্মজীবীদের জন্য বসবাসযোগ্য করে তোলা। নিউইয়র্কবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন করা। বিশ্লেষকদের মতে, মামদানির বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির পুনরুত্থান হবে।

ইএ