প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটনে যাচ্ছেন আহমেদ আল–শারা

নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা | ছবি: সংগৃহীত
0

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল–শারা ওয়াশিংটন সফর করবেন। দামেস্কে নিযুক্ত বিশেষ মার্কিন দূত টম ব্যারাক শনিবার এ ঘোষণা দেন। গতকাল (শনিবার, ১ নভেম্বর) দামেস্কে নিযুক্ত বিশেষ মার্কিন দূত টম ব্যারাক এ ঘোষণা দেন। এটি হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।

এ বিষয়ে অবগত এক সিরিয় সূত্রের বরাতে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন। তবে হোয়াইট হাউজ আশা করছে ১০ নভেম্বর ওয়াশিংটন সফরে যেতে পারেন শারা।

আরও পড়ুন:

এর আগে গত সেপ্টেম্বরে শারা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও ভাষণ দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল-আসাদের সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণের পর থেকে তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সদস্যরা একাধিক দেশ সফর করেছেন। আসাদ সরকারের আমলে বিচ্ছিন্ন হয়ে পড়া সিরিয়ার সঙ্গে বিশ্ব শক্তিগুলোর সম্পর্ক পুনর্গঠন করাই এসব সফরের লক্ষ্য।

ইএ