তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করলো ইসরাইল

তেহরান, ইরান
তেহরান, ইরান | ছবি: এখন টিভি
0

হামলা-পাল্টা হামলার মধ্যেই তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করলো ইসরাইল। তীব্র উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি নিমিৎজ। এমন পরিস্থিতিতে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে ইরান। তেহরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ রয়েছে তেল আবিবের মার্কিন দূতাবাস। ৪ দিনের সংঘাতে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২২০। অন্যদিকে, ইসরাইলে ইরানি হামলায় সোমবার নতুন করে মারা গেছেন ৮ জন।

অবরুদ্ধ গাজা নয়, পাখির চোখে ইসরাইলের ভূমধ্যসাগরের উপকূলীয় শহর বেনে বেরাকের ধ্বংসস্তূপের ছবি এটি। দেড় বছরেরও বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরাইল, সে স্বাদই যেন যুদ্ধবাজ দেশটিকে ফিরিয়ে দিচ্ছে ইরান।

ইরান-ইসরাইল সংঘাতের পরিধি শুধু মধ্যপ্রাচ্য নয়, তোলপাড় ফেলেছে গোটা বিশ্ব রাজনীতিতে। চারদিনের অব্যাহত হামলা-পাল্টা হামলায় দুই দেশে প্রাণহানি আড়াইশ'র বেশি। রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই তেল শোধনাগার আর বিদ্যুৎ গ্রিডসহ ইসরাইলের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতভর হামলা চালায় ইরান। শুক্রবার থেকে এ পর্যন্ত ৩৭০টি ব্যালিস্টিক মিসাইল আর কয়েকশ' ড্রোন ছুঁড়েছে ইরান, বলছে ইসরাইল।

ইসরাইলের একজন বলেন, ‘সংকেত পেয়েই আশ্রয়কেন্দ্রে গিয়ে দরজা বন্ধ করে দেই আমরা। মিনিট দেড়েক পরই বিকট আওয়াজ পেলাম, তারও ৩০ সেকেন্ড পর বিস্ফোরণের শব্দ। বাসার ভেতরে নিমিষেই সব উড়ে গেল।’

আরেকজন বলেন, ‘অনেক বড় বিস্ফোরণ ছিল। সব বাড়িঘর ভয়ঙ্করভাবে কাঁপছিল। ভীষণ ভয়াবহ ছিল পুরো পরিস্থিতি।’

আরো পড়ুন:

তেলআবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতির মুখে সোমবার বন্ধ ঘোষণা করা হয় তেল আবিবের মার্কিন দূতাবাস। ক্ষয়ক্ষতি কম হলেও এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে কয়েকশ' মিটার দূরের হোটেল ও বাসাবাড়ির জানালা। অন্যদিকে, ইসরাইলি হামলায় হাসপাতাল আর নিরাপদ আশ্রয়ের খোঁজে আতঙ্কিত হয়ে পড়েছেন তেহরানের বাসিন্দারা। পশ্চিমাঞ্চলেও ইসরাইলের রক্তক্ষয়ী হামলার খবর নিশ্চিত করেছে ইরান।

এমন হামলা-পাল্টা হামলার মধ্যেই সোমবার তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরাইল। এক সপ্তাহ ধরে ইরানের আকাশসীমায় বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকার মধ্যেই দেশের ভেতরে ও বাইরে পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ। অন্যদিকে, ইরানের অস্ত্রভাণ্ডারে থাকা মিসাইল লঞ্চারের এক-তৃতীয়াংশেরও বেশি ধ্বংসেরও দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। যদিও ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই.এ.ই.এ।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, ‘নাতাঞ্জকেন্দ্রে শুক্রবার থেকে নতুন করে আরও কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফোর্ডো বা নির্মাণাধীন খোন্দাব, কিংবা বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর তেহরান গবেষণা প্রকল্প-ইস্পাহান পারমাণবিক প্রকল্পেও সাম্প্রতিক হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

এরমধ্যেই, ইসরাইলি আগ্রাসনের মুখে ৫০ বছরের পুরোনো পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে ইরান সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তিবিষয়ক আলোচনা নতুন করে শুরুর বিষয়ে আশাবাদী হলেও ইসরাইলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের পর আলোচনা অর্থহীন, বলছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘এনপিটি থেকে নাম প্রত্যাহারের খসড়া প্রস্তাব তৈরির কাজ চলছে। পার্লামেন্ট আইন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কূটনৈতিক আলোচনার মধ্যে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসন মোকাবিলা করতে হচ্ছে আমাদের। যুক্তরাষ্ট্রের সমর্থন, সহযোগিতা আর সমন্বয়ে অকল্পনীয় এসব হামলার প্রভাব কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা আর আলোচনার অর্থকে প্রশ্নবিদ্ধ করে।’

এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিমে যাত্রা শুরু করেছে মার্কিন বিমানবাহী রণতরি নিমিৎজ। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য, ভিয়েতনামে পূর্বনির্ধারিত অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করে সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে রণতরীটি। মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন ও রাশিয়া।

সেজু