ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই তিনটি দেশ ইসরাইলকে সহায়তা করে, তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান।
তবে ইরান যদি ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে 'তেহরান পুড়বে' বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়নের সময় করা মন্তব্যে তিনি বলেন, ‘ইরানের একনায়ক, দেশটির নাগরিকদের জিম্মিতে পরিণত করেছে।’
আরো পড়ুন:
এদিকে ইরানের একাধিক শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, কিছুক্ষণ আগে ইসরাইল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের চারটি স্থানে হামলা চালিয়েছে।
ফার্স আরো জানায়, আজ (শনিবার) সকালে ইরানের খোররামাবাদ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি দেশটির কেরামানশাহ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তবে ইস্ট আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে অবস্থিত তাবরিজ রিফাইনারির জনসংযোগ বিভাগ এ তথ্য অস্বীকার করে বিবৃতিতে জানায়, যে তাদের কোনো স্থাপনার ওপর আক্রমণ করা হয়নি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।