মার্ক কার্নির সফরসঙ্গী হিসেবে আছেন দেশটির বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তামন্ত্রী। বাণিজ্যযুদ্ধ, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য ঘোষণার মধ্যেই হোয়াইট হাউজে বৈঠক করবেন তারা।
এসব বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে একটি কার্যকর চুক্তির বিষয়ে আশাবাদী কানাডার প্রধানমন্ত্রী। গেল ২৮ মার্চ দুই নেতার ফোনালাপের পর বৈঠকের বিষয়ে একমত হন ট্রাম্প ও কার্নি।
শুল্কের অবসান ও বাণিজ্য বৃদ্ধিতে এ আলোচনা কার্যকর হবে বলে আশা প্রকাশ করছেন কানাডিয়ানরা। নির্বাচনে জয়লাভের মাত্র এক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।





