ভারত-পাকিস্তান বিরোধ: সীমান্তে মায়ের কাছ থেকে আলাদা হচ্ছে সন্তান

ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের নাগরিকদের ভিড়
ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের নাগরিকদের ভিড় | ছবি: সংগৃহীত
0

ভারত-পাকিস্তান পরস্পর নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে দুই দেশের বেশ কয়েকটি পরিবার। স্বামী-সন্তান পাকিস্তানের নাগরিক হওয়া স্বত্বেও ভারতীয় পাসপোর্ট থাকায় সীমান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বহু নারীকে। মায়ের কাছ থেকে আলাদা হচ্ছে সন্তান।

অনুদ্ধা ইমরান। ২০ বছর আগে এক পাকিস্তানি ছেলেকে বিয়ে করেন ভারতীয় নাগরিক। রয়েছে একাধিক কন্যা-সন্তানও। আবেদন করা স্বত্বেও বিয়ের এতো বছর পরেও মেলেনি পাকিস্তানের নাগরিকত্ব। তাই এবার ভারত-পাকিস্তান সীমান্তে বাধার মুখে অনুদ্ধা। ভারতীয় পাসপোর্টধারী হওয়ায় যেতে পারবেন না পাকিস্তান ভূ-খণ্ডে।

ভারতীয় পাসপোর্টধারী নাগরিকদের একজন বলেন, ‘আমার মেয়ে পাকিস্তানের নাগরিক। ২০ বছর হয়েছে পাকিস্তানে বিয়ে করেছি। তবে এখনও পাকিস্তানে নাগরিকত্ব পাইনি। তবে আমার কাছে আবেদনের কপি রয়েছে। এছাড়া আমাদের বিয়ের প্রমাণ রয়েছে। তারপরও আমাকে পাকিস্তানে প্রবেশ করতে দিচ্ছে না। আমার মেয়েরা কীভাবে আমাকে ছাড়া থাকবে। সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করার অধিকার কোন সরকারের নেই।’

এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যাচ্ছে পাকিস্তান ভারতের প্রধান স্থল সীমান্ত আটারি-ওয়াগা বর্ডারে। ভারতীয় পাসপোর্ট থাকায় পাকিস্তানে ঢুকতে পারছেন না অনেকে। যাদের বেশিরভাগই বিবাহ বন্ধনে আবদ্ধ পাকিস্তানের নাগরিকের সঙ্গে। সেক্ষেত্রে স্বামী-সন্তান পাকিস্তানে যেতে পারলেও সীমান্তে বাধার মুখে পড়ছেন তারা।

ভারতীয় পাসপোর্টধারী নাগরিকদের আরেকজন বলেন, ‘আমি বাড়ী দিল্লিতে। তবে বিয়ে করেছি পাকিস্তানের করাচিতে। আমার চার সন্তান রয়েছে। ভিসা জটিলতার কারণে আমার সন্তানদের ভারতে আনতে পারিনি। আমি ১৫ দিনের জন্য ভারতে এসেছি। জম্মু-কাশ্মীরের এ ঘটনার কারণে এখন পাকিস্তানে যেতে দিচ্ছে না আমাকে। সন্তানদের কাছ থেকে যেন আলাদা করা না হয় আমাকে।’

আরো পড়ুন:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। হামলায় ইসলামাবাদের মদদ আছে অভিযোগ তুলে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয় নয়াদিল্লি। এর জবাবে ভারতের নাগরিকদের ভিসা বাতিল করে ইসলামাবাদ। এতে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন ভারতে অবস্থানকারী পাকিস্তানি এবং পাকিস্তানে অবস্থানকারী ভারতীয়রা।

পাঞ্জাব পুলিশ অরুন মাহাল বলেন, ‘শনিবার ১৯১ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন এবং ২৮৭ ভারতীয় পাকিস্তান ছেড়েছে। এর আগের দিন ২৮ পাকিস্তানি নাগরিক বর্ডার পার হয়েছে। ১০৫ ভারতীয় নাগরিক পাকিস্তান ছেড়েছে।’

এদিকে পেহেলগাম কাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে কাশ্মীরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনারা। এ পর্যন্ত দেড় হাজারের বেশি আটক করেছে তারা।

ইএ