বিদেশে এখন
0

ডাচ কিংবা মার্কিন, কোনো দেশের অধীনেই যেতে চায় না গ্রিনল্যান্ড

ডাচ কিংবা মার্কিন, কোনো দেশের অধীনে যেতে চায় না গ্রিনল্যান্ডের বাসিন্দারা। আর্কটিকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপের প্রধানমন্ত্রী মিউট ইড বলেন, ‘এই ভূখণ্ড বিক্রির জন্য নয়। এই অঞ্চলের মানুষ স্বাধীনতায় বিশ্বাসী। সবাইকে এই চিন্তাধারার সম্মান করা উচিত। তবে ডেনমার্কের সঙ্গে কোন সম্পর্কই ছিন্ন করবে না গ্রিনল্যান্ড।’

হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার কিছুদিন আগে চলতি সপ্তাহে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,’ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে এজন্য ডেনমার্কের বিরুদ্ধে কোন সামরিক হস্তক্ষেপ বা শুল্কারোপ করবে না মার্কিন প্রশাসন।’

এদিকে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হয়নি। অথচ আর্কটিকের এই দ্বীপ কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ।

কয়েক শতক ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে গ্রিনল্যান্ড। এই দ্বীপে ৫৭ হাজার মানুষের বাস।

ইএ