ডাচ কিংবা মার্কিন, কোনো দেশের অধীনেই যেতে চায় না গ্রিনল্যান্ড
ডাচ কিংবা মার্কিন, কোনো দেশের অধীনে যেতে চায় না গ্রিনল্যান্ডের বাসিন্দারা। আর্কটিকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপের প্রধানমন্ত্রী মিউট ইড বলেন, ‘এই ভূখণ্ড বিক্রির জন্য নয়। এই অঞ্চলের মানুষ স্বাধীনতায় বিশ্বাসী। সবাইকে এই চিন্তাধারার সম্মান করা উচিত। তবে ডেনমার্কের সঙ্গে কোন সম্পর্কই ছিন্ন করবে না গ্রিনল্যান্ড।’