আধার কার্ড ভারতের জাতীয় পরিচয়পত্র, তবে তা নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এই কার্ডে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যুক্ত আছে। সম্প্রতি, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার বেশকিছু বাসিন্দার আধার কার্ড অকার্যকর করে দেয়া হয়েছে। এ বিষয়ে তাদের কাছে চিঠি এসেছে আধার কার্ড দেয়া সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে।
যারা এই চিঠি পেয়েছেন তাদের অনেকেই বাংলাদেশ থেকে এসেছেন অথবা তাদের পূর্বপুরুষ বাংলাদেশে ছিল। যারা এই চিঠি পেয়েছেন তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। বাদ পড়েছেন রেশন সুবিধা থেকে।
বাসিন্দারা বলেন, 'রেশনের চাল এখন পাওয়া যাচ্ছে না। আধার কার্ড যখন বাতিল তাহলে তো সবই বাতিল।'
আরেক বাসিন্দা বলেন, 'সত্যি কথায় আমরা তো ওই দেশ থেকে নির্যাতনের শিকার হয়ে এদেশে চলে আসছি। আসার পরে এখন আমরা কোথায় যাবো আমাদের আধার কার্ড তো বাতিল।'
আধার কার্ড অকার্যকর হওয়া ব্যক্তিদের অনেকেই বাংলাদেশ থেকে ভারতে গেছেন এক যুগ আগে। তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। বিজেপির দাবি, ২০১৪ সালের পর যারা ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শমিক ভট্টাচার্য বলেন, 'যার সংশয় মানুষের মনে আছে সেটা মিটে যাবে।কোথাও কোনো সমস্যা হবে না। বিজেপি নাগরিকত্ব দেবার পার্টি, কেড়ে নেবার পার্টি নয়। মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে টিকে থাকা যায় না রাজনীতিতে।'
তবে তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনের আগে নাগরিকদের ভয় দেখাতে চক্রান্ত করছে বিজেপি সরকার।