বিদেশে এখন
0

তীব্র শীতে বিপর্যস্ত উত্তর মেরুর তিন দেশ

অভিজিৎ শান্ত

যুক্তরাষ্ট্র, কানাডা ও রাশিয়ায় ব্যাপক তুষারপাত

আর্কটিক বাতাসের বিস্ফোরণের কবলে উত্তর আমেরিকা। এর ফলে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ছে শীতের ঠাণ্ডা বাতাস, আজকালের মধ্যেই তাপমাত্রা নেমে যেতে পারে হিমাঙ্কের ৩০ ডিগ্রি সেলসিয়াস নিচে।

কানাডার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আর্কটিক থেকে ধেয়ে আসা বাতাসে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

আর্কটিক বাতাসের দাপটে এ বছর শীত মারাত্মক রূপ নিতে পারে প্রতিবেশী যুক্তরাষ্ট্রে। দেশের মধ্যাঞ্চল হয়ে মৌসুমের সবচেয়ে হিমশীতল বাতাস ছড়িয়ে পড়বে পূর্ব এবং দক্ষিণ প্রান্তে সুদূর টেক্সাস পর্যন্ত। আইওয়া এরই মধ্যে তুষারে ঢেকে গেছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে প্রথম প্রেসিডেন্সিয়াল প্রাইমারির ভোট হতে যাচ্ছে অঙ্গরাজ্যটিতে। কিন্তু আবহাওয়ার কারণে ভোটাররা ভোট দেয়া নিয়ে সংশয়ে আছেন।

স্থানীয়রা বলেন, 'এ সপ্তাহেই তুষারপাতে বিপর্যস্ত আমরা। সপ্তাহের শুরু থেকে চলছে, আগামীকাল তো তুষারঝড়ের আভাস দেখছি। এমনটি হলে সব কাজই কঠিন হয়ে দাঁড়াবে।'

মেরু অঞ্চলের চতুর্দিকে সৃষ্ট ঠাণ্ডা বাতাসের ঘূর্ণিকে বলা হয় আর্কটিক বিস্ফোরণ। যা কোন কোন বছর সুদূর যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত হতে দেখা যায়। এ বছর এমন আবহাওয়ায় চলতি সপ্তাহেই মন্টানা, নর্থ ডাকোটা, ডেনভার, ইন্ডিয়ানাপোলিসসহ বেশকিছু অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের ৩০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যেতে পারে। শীত অনুভূত হতে পারে মাইনাস ৫০ ডিগ্রি পর্যন্ত। সে সময় ১০ মিনিটও তুষারের সরাসরি সংস্পর্শে থাকলে ফ্রস্টবাইট হতে পারে বলে মধ্যাঞ্চলের দেড় কোটি বাসিন্দাকে সতর্ক করেছে প্রশাসন। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।

আর্কটিক বিস্ফোরণের জেরে তীব্র তুষারঝড় আর হাড়কাঁপানো বাতাসে নাকাল উত্তর মেরুর আরেক দেশ রাশিয়া। তুষারের আবরণে মস্কো ঢাকা পড়েছে। আবহাওয়ার পূর্বাভাস, মাসজুড়ে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই রাজধানীর তাপমাত্রা থাকবে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর