মৌসুমের প্রথম বড় তুষারপাতে কার্যত স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি ও আশপাশের ট্রাই-স্টেট এলাকার জনজীবন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাত থেকে শুরু হওয়া তুষারপাত রোববার (১৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অব্যাহত থাকে।
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১ থেকে ৩ ইঞ্চি তুষার জমেছে। কুইন্স, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, লং আইল্যান্ড এবং নিউ জার্সির মধ্য ও দক্ষিণাঞ্চলে জমেছে ৩ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত তুষার।
তুষারপাতের পর পিচ্ছিল রাস্তায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। নিউ জার্সি টার্নপাইকে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে সিটি ও স্টেট কর্তৃপক্ষ কাজ করছে সারাক্ষণ। রাস্তায় নামানো হয়েছে প্লাও ও লবণ ছিটানো ট্রাক।
তুষারপাতের বড় প্রভাব পড়েছে গণপরিবহন ও আকাশযাত্রায়। নিউ জার্সি ট্রানজিটে ট্রেন ও বাস চলাচলে ৩০ মিনিট পর্যন্ত বিলম্ব হচ্ছে। কিছু রেললাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিউ ইয়র্ক বিমানবন্দরে ফ্লাইট দেরি হয়, আর নিউ ইয়র্কের জন এফ. কেনেডি ও লাগার্ডিয়া বিমানবন্দরে সাময়িকভাবে গ্রাউন্ড স্টপ জারি করা হয়।
আরও পড়ুন:
এদিকে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব স্যানিটেশন জারি করেছে মৌসুমের প্রথম ‘স্নো অ্যালার্ট’। তুষারপাতের আগে থেকেই রাস্তায় ব্রাইন ছিটানো হয়, যাতে বরফ জমা কমে।
হঠাৎ করে নেমে আসা এ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন, ঘর থেকে বের হতে পারছে না কেউই। নগর কর্তৃপক্ষ জীবন স্বাভাবিক করতে নামিয়েছে ইমার্জেন্সি ভেহিকল আর রাস্তায় রাস্তায় ছিটানো হচ্ছে লবণ।
তুষারপাতের কারণে মানুষের চলাচল কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ছোট ব্যবসায়ীরাও।
ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের ব্যবসা-বাণিজ্য একটু স্লো-ই হয়ে গেছে, মানুষ তো আর আসতে পারে না। প্রথমদিনেই অনেক বেশি স্নো হয়েছে।’
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই কয়েকদিন তাপমাত্রা নামতে পারে ২০-এর শেষ থেকে ৩০ ডিগ্রি ফারেনহাইটে। সপ্তাহের মাঝামাঝি ধীরে ধীরে উষ্ণতা বাড়বে এবং বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রিতে পৌঁছাতে পারে।




