স্বাধীনতার অর্ধশতাব্দীর বেশি সময় পার হলেও প্রকৃত গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ। সম্প্রতি ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। এ হামলায় ভিন্নমতের ওপর হামলা হিসেবে দেখছেন কানাডায় বাংলাদেশি অভিবাসীরা।
কানাডায় থাকা একজন প্রবাসী বলেন, ‘আমাদের জুলাইযোদ্ধা একজন ভাই শরিফ হাদির ওপর আক্রমণ হয়েছে। আমাদের ওপর যত আক্রমণই হোক আমরা এ নির্বাচন করবই।’
আরও পড়ুন:
কানাডায় বসবাসরত বাংলাদেশিরা মনে করেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে তাদের দায়িত্ব রয়েছে। তারা আশা করছেন, বাংলাদেশ এমন এক পথে আগাবে যেখানে আইনের শাসন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।
অন্য আরেকজন প্রবাসী বলেন, ‘এ নির্বাচনে আপনি আপনার অঞ্চলের সৎ এবং যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করুন।’
এরইমধ্যে কানাডা থেকে ১০ হাজার প্রবাসী ভোট দিতে রেজিস্ট্রেশন করেছেন। দেশের উন্নয়নে অর্থনৈতিকভাবে জড়িত প্রবাসীরা গণতান্ত্রিক উন্নয়নেও নতুন সরকারের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এবার ভোটের লড়াইয়েও নামছেন অনেকে।





