বিদেশে এখন
0

কানাডা ছেড়ে যাচ্ছেন মানুষ

বছরে প্রায় এক লাখ মানুষ উত্তর আমেরিকার দেশ কানাডা ছেড়ে যাচ্ছেন।

সরকার একদিকে অভিবাসী আনতে চাচ্ছে অন্যদিকে মানুষ দেশটি ছেড়ে চলে যাচ্ছে। যার প্রধান কারণ আবাসন সমস্যা। যেখানে আয়ের চেয়ে বেশি হচ্ছে ব্যয়।

অভিবাসীনির্ভর এই দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তিই অভিবাসী। প্রবাসী বাংলাদেশি গবেষক মোহাম্মদ হাসান মুরাদ বলেন, কানাডায় প্রতি বছর যে পরিমাণ অভিবাসী আসে সে অনুযায়ী আবাসন গড়ে ‍উঠেনি। আর যেগুলো আছে সেখানে বাস করা বেশ ব্যয়বহুল।

ইনস্টিটিউট ফর কানাডিয়ান সিটিজেনশিপের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে প্রায় ৪২ হাজার অভিবাসী কানাডা ছেড়েছেন। আর ২০২২ সালে এই সংখ্যা ছিল প্রায় ৯৪ হাজার। অন্যদিকে ২০২১ সালে কানাডা ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন প্রায় ৮৬ হাজার মানুষ।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গত কয়েক দশকের মধ্যে ২০১৯ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী কানাডা ছেড়ে গেছেন। করোনা মহামারির লকডাউনের সময় এই প্রবণতা কমলেও এখন তা বাড়ছে। এই সময়ে কানাডায় নতুন করে আরও ২ লাখ ৬৩ হাজার অভিবাসী আসলেও দেশত্যাগের প্রবণতার বিষয়টি সরকারকে ভাবাচ্ছে।

আবাসন খাতে মূল্যস্ফীতি দূর করার পাশাপাশি ভর্তুকি বাড়ালে এ সমস্যা কমবে বলে মনে করেন বিশ্লেষকরা।

আগামী ৩ বছরে কমপক্ষে ১৫ লাখ অভিবাসী নেবে জাস্টিন ট্রুডো সরকার। গত নভেম্বরে এ সংক্রান্ত পরিকল্পনা ঘোষণা করা হয়।

কোভিড মহামারির অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার।