আর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এই সংখ্যা পৌঁছেছে প্রায় ৮ লাখ কোটি ডলারে। অপ্রত্যাশিত শুল্কারোপের কারণে প্রবৃদ্ধি কমার পাশাপাশি বেকারত্ব ও মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান।
জেপি মরগানের পূর্বাভাস বলছে, চলতি বছর মার্কিন অর্থনীতির মন্দায় পড়ার শঙ্কা ৬০ শতাংশ। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে মার্কিন পণ্য আমদানিতে ৩৪ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে চীন। যা কার্যকর হবে ১০ এপ্রিল থেকে।
তবে মার্কিন প্রেসিডেন্টের আশা, শুল্ক হার কমানোর বদলে টিকটকের মালিকানা বিক্রির চুক্তিতে সম্মত হবে বেইজিং।