নব্বইয়ের দশকে কয়লার ব্যবসা দিয়ে নিজের ভাগ্য গড়েন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী গৌতম আদানি। এরপর প্রতিরক্ষার সরঞ্জাম থেকে রাস্তা নির্মাণ, ভোজ্যতেলের ব্যবসাসহ সবকিছুতেই আছে আদানি গ্রুপের নাম। সম্প্রতি নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে বড় রকমের পদক্ষেপ নেন আদানি। গ্রোথ উইথ গুডনেস স্লোগানে টেকসই সমৃদ্ধির দর্শনকে তুলে ধরেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত এক বছরে গৌতম আদানির সম্পদ বেড়েছে ৯৫ শতাংশ। গেল পাঁচ বছরে শীর্ষ ১০ ধনীর মধ্যে আদানির সম্পদই বেড়েছে সবচেয়ে দ্রুতগতিতে। এছাড়া জ্বালানি খাতের কোম্পানি আদানি এনার্জি, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন ও আদানি পাওয়ারের শেয়ারের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। সম্প্রতি গুজরাটে বিশাল অঙ্কের বিনিয়োগের ঘোষণা দেন তিনি।
গৌতম আদানি বলেন, ‘আগামী পাঁচ বছরে, আদানি গ্রুপ গুজরাটে প্রায় আড়াই হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে এক লাখের বেশি মানুষের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে।’
স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে ভারতীয় ধনকুবের গৌতম আদানিসহ আট জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। মার্কিন বিচার বিভাগ ও মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার এই অভিযোগ এনেছে। মামলায় আদানির দুই ভাতিজা সাগর আদানি ও ভিনিত জাইনকেও অভিযুক্ত করা হয়। আট আসামির সাত জনই ভারতীয় নাগরিক।
দায়ের করা ফৌজদারি অভিযোগে বলা হয়, সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ বাগিয়ে নিতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দিয়েছে আদানি গ্রুপ। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে এ অর্থ লেনদেন হয়। শুধু তাই নয়, একই সময়ে আদানির গ্রিন এনার্জি মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ ও বন্ড ইস্যু করে।
এসব প্রকল্পে হাজার হাজার ডলার বিনিয়োগ আছে বহু মার্কিন ব্যবসায়ীর। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে বাজার থেকে অর্থ তুলে নেয় আদানি গ্রুপ।
মামলায় যুক্তরাষ্ট্রের ঘুষ-বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। নিউইয়র্ক আদালত জানিয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।
যদিও আদানি গ্রুপের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গেল বছরও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল হিনডেনবার্গ।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে, ৬২ বছর বয়সী গৌতম আদানি বিশ্বের ২২তম এবং ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি। তার সম্পদের মূল্য ৬ হাজার ৯৮০ কোটি মার্কিন ডলার।