আন্তর্জাতিক বাণিজ্য
0

এসকে হাইনিক্সকে ৪৫ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়ার ডির‌্যাম ও ফ্ল্যাশ মেমোরি সরবরাহকারী কোম্পানি এসকে হাইনিক্সকে আর্থিক পুরস্কার দেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। অ্যাডভান্সড প্যাকেজিং প্ল্যান্টের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) গবেষণা ও উন্নয়নকেন্দ্র স্থাপনে এ পুরস্কার দেয়া হবে বলে সূত্রে জানা গেছে।

চিপ উৎপাদনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হচ্ছে এসকে হাইনিক্স। এক বিবৃতিতে কোম্পানি জানায়, ইন্ডিয়ানার ওয়েস্ট লাফায়াটে ৩৮৭ কোটি ডলার ব্যয়ে কারখানা স্থাপন করবে।

নতুন এ কারখানাতে বড় পরিসরে পরবর্তী প্রজন্মের হাই-ব্যান্ডউইথ মেমোরি চিপ তৈরি করা হবে বলে জানা গেছে। এনভিডিয়ার সরবরাহকারী কোম্পানিটি জানায়, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের প্রশিক্ষণে ব্যবহৃত গ্রাফিক্স প্রসেসিং ইউনিটে (জিপিইউ) এ চিপ ব্যবহার করা হচ্ছে।

মেমোরি প্যাকেজিং প্ল্যান্ট নির্মাণের পর ১ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর সরবরাহ চেইনে যে ঘাটতি রয়েছে সেটিও পূরণ হবে বলে জানিয়েছে বাণিজ্য বিভাগ।

এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ও অন্যান্য যন্ত্রাংশ উৎপাদন কার্যক্রম বাড়াতে ৩ হাজার ৯০০ কোটি ডলার ভর্তুকি প্রদানের অনুমোদন দেয়। এছাড়া আরও সাড়ে ৭ হাজার কোটি ডলার ঋণ দেয়ার কথাও রয়েছে।

বাণিজ্য সচিব গিনা রাইমন্ডো জানান, এখন পর্যন্ত বিভাগ থেকে ১৫টি কোম্পানির জন্য টার্ম শিট ঘোষণা করা হয়েছে। যার মাধ্যমে ৩ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দেয়া হবে। এর মাধ্যমে ব্যক্তি মালিকানায় আরো ৩০ হাজার কোটি ডলারের তহবিল তৈরি করা হবে।

চিপ উৎপাদন ও সরবরাহকে স্থিতিশীল করতে বর্তমানে যুক্তরাষ্ট্রকে পাঁচটি প্রতিষ্ঠান প্রতিশ্রুতি দিয়েছে। এগুলো হলো তাইওয়ানি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি), ইন্টেল, স্যামসাং ইলেকট্রনিকস, মাইক্রন ও এসকে হাইনিক্স।

tech