পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠক শনিবার

বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান | ছবি: সংগৃহীত
0

পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শনিবার ইতালির রোম শহরে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখবে ওমান। বৈঠকের স্থান নিয়ে কয়েকদিন ধরেই বেশ জলঘোলা হচ্ছিল।

এদিকে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার একটি দল তেহরান সফরে আছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘুরে দেখার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

সফরের কিছু সময় আগে পর্যবেক্ষক দলের প্রধান রাফায়েল গ্রোসি মন্তব্য করেছিলেন, পারমাণবিক বোমা তৈরি করতে ইরান খুব বেশি দূরে নয়।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটছে তারা।

ইএ