প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ভারতে আইফোনের দাম কমিয়েছে অ্যাপল

ভারতের বাজারে একাধিক প্রো মডেল আইফোনের দাম কমিয়েছে অ্যাপল। দেশটিতে পণ্য আমদানিতে আরোপিত কর হার ২০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার পর এ উদ্যোগ নিয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমে টেকক্রাঞ্চ প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, মডেলভেদে দাম ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

এর মধ্যে ভারতে তৈরি আইফোন ১৩, ১৪ ও ১৫ এর দাম ৩০০ রুপি বা ৩ ডলার ৬০ সেন্ট, আইফোন এসই ২ হাজার ৩০০ রুপি বা ২৭ ডলার ৫০ সেন্ট এবং আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স ভার্সনের দাম ৬ হাজার রুপি বা ৭২ ডলার কমানো হয়েছে। এবারই প্রথম ভারতের বাজারে প্রো মডেলগুলোর দাম কমিয়েছে মার্কিন কোম্পানিটি।

প্রযুক্তিবিদদের মতে, চীনের বাজারে আইফোনের চাহিদা কমতে থাকায় ভারতের বাজারে দাম কমানোর এ উদ্যোগ নেয়া হয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস জানায়, চলতি সপ্তাহে চীনের বাজারে আইফোন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ কমেছে।

ক্যানালিসের গবেষণা বিশ্লেষক লুকাস ঝং বলেন, ‘চীনের বাজারে অবস্থান ধরে রাখতে অ্যাপল হিমশিম খাচ্ছে।’ এ বিষয়ে যোগাযোগ করা হলেও অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

আইফোনের দাম কমানো হলেও ভারতের বাজারে অ্যাপলের ডিভাইস এখনো ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রে আইফোন ১৫ প্রো এর দাম ৯৯৯ ডলার হলেও ভারতে ১ হাজার ৫৫০ ডলার ব্যয় করতে হয়।

চীন থেকে কার্যক্রম সরিয়ে নেয়ার পর ওভারসি বাজার হিসেবে শীর্ষে রয়েছে ভারত। যে কারণে কোম্পানি বর্তমানে এশিয়ার দেশটিতে তাদের উৎপাদন কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে। মরগ্যান স্ট্যানলির তথ্যানুযায়ী, ২০২৩ সালে ভারতের বাজার থেকে অ্যাপল ৮৭০ কোটি ডলার আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৩ সালে ভারতে আইফোন বিক্রি ৩৯ শতাংশ বেড়ে ৯২ লাখ ইউনিটে উত্তীর্ণ হয়েছে। এর মাধ্যমে দেশটি আইফোনের পঞ্চম বৃহত্তম বাজারে পরিণত হয়েছে। স্ট্যানলি আরো জানায়, ইউরোপিয়ান ইউনিয়নের যেকোনো দেশের তুলনায় ভারতে আইফোনের বাজার অনেক বড়।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর