বসন্ত মানেই প্রাণের জাগরণ। আর সেই প্রাণের রং যেন ফুটে উঠেছে গার্ডেন স্টেট নামে পরিচিত নিউ জার্সির নোয়ার্ক ব্রাঞ্চ ব্রুক পার্কে। এখানে যেদিকেই চোখ যায়, যেন এক স্বপ্নিল গোলাপি জগৎ, মনোমুগ্ধকর চেরি ফুলের সমারোহ।
প্রতি বছর মার্চ-এপ্রিলে যখন শীতের পর হিমেল হাওয়া গা ছুঁয়ে যায়, তখনই প্রকৃতি তার ক্যানভাসে আঁকে এই অপূর্ব সৌন্দর্য। চেরি গাছের পুষ্পবৃষ্টি যেন জানান দেয়, বসন্ত এসেছে।
কূটনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে ১৯১২ সালে জাপান ওয়াশিংটন ডিসিতে ৩ হাজার ২০টি চেরি গাছ পাঠায়। সেই থেকে যুক্তরাষ্ট্রজুড়ে চেরি ব্লসমের বিচরণ। আজ সেগুলোই হয়ে উঠেছে দেশটির বসন্তের প্রতীক।
৫ হাজার ৩০০-এর বেশি চেরি গাছের সমাহারে সাজানো যুক্তরাষ্ট্রের বৃহৎ এই পার্ক ওয়াশিংটন ডিসির চেরি ব্লসম প্রদর্শনীকেও ছাড়িয়ে গেছে। প্রতি বছর হাজারো দর্শনার্থী আসেন এর সৌন্দর্য উপভোগ করতে।





