গতকাল (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) গভীর রাতে অ্যামাজনের কিছু কর্মীর কাছে একটি ইমেইল পাঠানো হয়, যেখানে বলা হয় যে যুক্তরাষ্ট্র, কানাডা ও কোস্টারিকায় বিপুলসংখ্যক কর্মীকে চাকরি থেকে বাদ দেয়া হবে।
ই-মেইলটিতে বলা হয়েছিলো, প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন:
বিবিসি সেই ইমেইলটি দেখেছে। কিন্তু প্রথমে ধরে নেয়া হয়, ওই গভীর রাতে পাঠানো ইমেইলটি ভুলে পাঠানো হয়েছিলো, কারণ এটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই বাতিল করে দেয়া হয়।
এর পর আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে অ্যামাজন আনুষ্ঠানিকভাবে জানায়, সত্যিই কর্মী ছাঁটাই করা হচ্ছে। প্রতিষ্ঠানের ভেতরের অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।





