২৪ বিলিয়ন ডলার ব্যয়ে সিঙ্গাপুরে চিপ কারখানা স্থাপনের কথা ভাবছে মাইক্রন

মাইক্রনের লোগো
মাইক্রনের লোগো | ছবি: রয়টার্স
0

চিপ তৈরির জন্য সিঙ্গাপুরে নতুন কারখানা স্থাপনের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজি। এ কারখানা স্থাপনে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৪ বিলিয়ন বা ২ হাজার ৪০০ কোটি ডলার। খবর রয়টার্সের।

বর্তমানে বৈশ্বিক পর্যায়ে চিপের সংকট অব্যাহত। ক্রমবর্ধমান এ সংকট কাটাতে নতুন চিপ কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

মাইক্রন জানায়, আগামী ১০ বছরের মধ্যে নতুন এই অ্যাডভান্সড ওয়াটার ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি বাজার বিদ্যমান ন্যান্ড মেমোরি চিপ ঘাটতি দূর করতে সহায়তা করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডাটা সেন্টার কেন্দ্রিক অ্যাপলিকেশনের জন্য বর্তমানে প্রযুক্তি খাতে চিপের এ সংকট তৈরি হয়েছে।

বিবৃতিতে কোম্পানি জানায়, ২০২৮ সালে দ্বিতীয়ার্ধ থেকে বাজারে চিপ সরবরাহ শুরু হবে। ৭ লাখ স্কয়ার ফিট জায়গায় এ কারখানা তৈরি করা হচ্ছে। সিঙ্গাপুরে ৯৮ শতাংশ ফ্ল্যাশ মেমোরি চিপ তৈরি করে থাকে মাইক্রন। যে কারণে সেখানে ৭ বিলিয়ন ডলার ব্যয়ে একটি অ্যাডভান্সড প্যাকেজিং কারখানা তৈরির কাজও চলছে।

মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপের জন্য হাই ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) তৈরিতে এ উদ্যোগভ। আগামী বছর থেকে এ চিপের উৎপাদন শুরু হবে।

প্রযুক্তি ও বাজার বিশারদদের মতে ২০২৭ সালের শেষ পর্যন্ত মেমোরি চিপ সংকট থাকতে পারে। যদিও মাইক্রনের প্রতিযোগী স্যামসাং ও এসকে হাইনিক্স এরইমধ্যে নতুন উৎপাদন লাইন শুরুতে বেশ এগিয়ে গেছে বলে প্রতিবেদনে জানা গেছে।

এএইচ