তথ্য-প্রযুক্তি
0

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আইসিটি খাতে গুরুত্ব বাড়াচ্ছে সরকার: সালমান এফ রহমান

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে সরকার আর সেক্ষেত্রে পৃথিবীর অন্য দেশের মত আইসিটি খাতে গুরুত্ব বাড়াচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

আজ ( রোববার, ১৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে বেসিস আমেরিকা ডেস্ক উদ্‌বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বর্তমান বিশ্বকে নিয়ন্ত্রণ করছে তথ্যপ্রযুক্তি। আর যে দেশ যত বেশি প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করেছে, বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় তত বেশি এগিয়ে তারা।

ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড-২০২৩ সালে প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, আইসিটি সেবা রপ্তানির ক্ষেত্রে শীর্ষে চীন, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি অনেক এগিয়েছে ভারতও।

প্রযুক্তিপণ্য ও সেবা খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ কিন্তু বর্তমানে অনেক উদ্যোগ থাকলেও কোনো ধরনের প্রযুক্তিপণ্য উৎপাদনের সক্ষমতা নেই।

এরই প্রেক্ষাপটে দেশের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের সংগঠন বেসিসের উদ্যোগে, বাংলাদেশের আইসিটি পণ্যের আমেরিকায় রপ্তানির স্বীকৃতি দেয়া এবং সফটওয়্যার আইসিটি শিল্পের জন্য যাত্রা শুরু করলো বাণিজ্য সংস্থা বেসিস আমেরিকা ডেস্ক।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, 'আইসিটি খাতকে সরকার অগ্রাধিকার দিচ্ছে, সবখাতে সরকারে নজর আছে তাই বঙ্গবন্ধু স্যাটেলাইট, ভ্যাকসিন সফটওয়্যার সুরক্ষা চালু করা সম্ভব হয়েছে। এখন দক্ষ জনবল গড়ে উঠলে মানসম্পন্ন পণ্য তৈরি করা যাবে।'

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, 'আমেরিকার ব্যবসার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য উদ্ভাবন সহজতর জ্ঞান স্থানান্তর এবং এ দেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত অগ্রগতিতে দুই দেশ কাজ করবে।'

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, 'বেসিস আমেরিকা ডেস্ক দুই দেশের মধ্যে আইসিটি সহযোগিতা আরও গতিশীল করবে।'

বেসিস আমেরিকা ডেস্কে আড়াই হাজারের বেশি সদস্য কাজ করছে- লক্ষ্য স্মার্ট বাংলাদেশ ২০৪১, ডিজিটাল ইকোনমি, শতভাগ ক্যাশলেস লেনদেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর