কাতারের রাজধানী দোহা থেকে ৫০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত শহর আলখোর। উপকূলীয় শহরটি দেশটির অন্যতম প্রাচীন বসতি হিসেবেও পরিচিত। একসময় আলখোরের ব্যবসা বাণিজ্য ভারতীয়দের দখলে থাকলেও সময়ের পরিবর্তনে সেখানে শক্ত অবস্থান নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
জ্বালানি তেল আবিষ্কারের পর পারস্য উপসাগর সংলগ্ন শহরটিতে বাড়তে থাকে খনি শ্রমিকের চাহিদা। ফলে দল বেঁধে আসতে থাকেন বাংলাদেশিরা। একসময় কাজের সন্ধানে আসা প্রবাসীরা এখন নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করছেন। শহরটির ২ শতাধিক ছোট বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকানা এখন বাংলাদেশিদের দখলে।
বর্তমানে কাতারে বসবাসরত বাংলাদেশির সংখ্যা ৪ লাখের বেশি। যার মধ্যে ৪০ হাজারের আবাস এই আলখোরে। নিয়মিত রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নিচ্ছেন আলখোরের প্রবাসীরা।