প্রবাস
সৌদি আরবে বাথা মার্কেট মসজিদে সম্মিলিত ইফতার
কর্মব্যস্ত দিন শেষে চায় দেশীয় পদের রকমারি ইফতার। জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করা অনেকেই বঞ্চিত এমন ইফতার থেকে। তবে সৌদি আরবে রমজান মাসে প্রতিটি মসজিদ প্রাঙ্গনে আয়োজন করা হয় ইফতার। প্রবাসীদের সহযোগিতায় ইফতারে পাওয়া যায় দেশীয় খাবার, যাতে যোগ দেন অনেক বাংলাদেশি।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ৩০ লাখ। বিপুল এই জনগোষ্ঠীর মধ্যে অর্ধেকের বেশি প্রবাসীর বাস রাজধানী রিয়াদে। জীবিকার তাগিদে পরিবার থেকে দূরে থাকা প্রবাসীদের রমজান কাটে আক্ষেপের মাঝে। তবে সে কষ্ট ভুলতে বন্ধু, সহকর্মী ও ভিনদেশিদের সঙ্গে একত্রিত হয়ে মসজিদ প্রাঙ্গনে ইফতার করেন সৌদি প্রবাসীরা।

রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেট মসজিদে দীর্ঘ ৬ বছর ধরে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য উন্মুক্তভাবে আয়োজন করা হয় ইফতার। প্রতিদিন ৩ থেকে ৪শ' জনের আয়োজন থাকলেও গত শুক্রবার যোগ দেন ৫ শতাধিক প্রবাসী। ইফতারে স্থানীয় খাবারের পাশাপাশি থাকে দেশীয় রকমারি পদ।

প্রবাসীরা বলেন, 'আমরা সকলে মিলিত হয়ে এখানে ইফতারি করি। একসাথে ইফতার করা সুন্নত।'

আরেকজন বলেন, 'সবধরনের বাংলাদেশি খাবার এখানে রাখা হয়েছ।'

কর্মব্যস্ত দিন শেষে প্রবাসের মাটিতে একসঙ্গে ইফতার মনে করিয়ে দেয় দেশের কথা। স্থানীয় বাসিন্দাদের আয়োজনে ও প্রবাসীদের সহযোগিতায় মসজিদে ইফতার করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

ইএ