ঢাকা অঞ্চলে আজ শুষ্ক আবহাওয়া; অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা

আবহাওয়া ভবনের ছবি
আবহাওয়া ভবনের ছবি | ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
0

ঢাকা ও আশপাশের এলাকায় আজ (রোববার, ৯ নভেম্বর) শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে আজ এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এসময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৭২ শতাংশ।

আরও পড়ুন:

সেই সঙ্গে গতকালের (শনিবার, ৮ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আগামীকাল (সোমবার, ১০ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।

এফএস