মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

সংঘর্ষ (প্রতীকি)
সংঘর্ষ (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত জন আহত হয়েছে। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কুল্লিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জাহার মোল্লা ও বাকিয়ার মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ সকালে বাকিয়ার মোল্লার কয়েকজন সমর্থক স্থানীয় বাজারে যাচ্ছিলো। সেসময় জাহার মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায়। এ নিয়ে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ৫০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফএস