নিহত নুর ইসলাম সাটুরিয়া উপজেলার সাভার গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। পরিবারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন জানান, বেলা ১২টার দিকে বিদ্যালয়ের ছাদে নির্মাণকাজ করছিলেন নুর ইসলাম। কাজের এক পর্যায়ে ছাদের পাশ দিয়ে টাঙানো বিদ্যুতের মেইন তারের কাছে চলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখান থেকেই নিচে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





