ভোর থেকে সিলেটে তিন ঘণ্টার বৃষ্টি, নগরবাসীর স্বস্তি

বৃষ্টির মধ্যে রিকশায় যাত্রী
বৃষ্টির মধ্যে রিকশায় যাত্রী | ছবি: সংগৃহীত
0

দেশজুড়ে যখন দাবদাহ, তখন রোববার (১১ মে) থেকে সিলেটে মাঝে মাঝেই নামছে প্রশান্তির বৃষ্টি। আজ (সোমবার, ১২ মে) ভোর থেকেই সিলেটে আবারও বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিনের গরমের পর আজ বৃষ্টি নামায় স্বস্তির নিশ্বাস নিয়েছেন নগরবাসী।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছে, সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সিলেট নগরীতে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরো পড়ুন:

সিলেটের আবহাওয়া অধিদপ্তরে পূর্বাভাস বলছে, সকাল ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এ অঞ্চলের আবহাওয়া অপরিবর্তিত থাকবে।

এ সময় বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া অফিস।

সেজু