পূর্বাভাসে জানানো হয়, আজ চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
আরো পড়ুন:
২৪ ঘণ্টার আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় তীব্র তাপপ্রবাহ পরিলক্ষিত হয় এবং আজ এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুন:
ঢাকা বিভাগের টাঙ্গাইলে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। সেখানে অতি তীব্র তাপপ্রবাহ চলছে বলে জানায় আবহাওয়া অফিস।





