পরিবেশ ও জলবায়ু
0

ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর প্রধান কয়েকটি সড়ক ডুবে গেছে

মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর প্রধান বেশকিছু সড়ক ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা মানুষ। আবহাওয়া অফিস বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর ফলেই এই বৃষ্টিপাত হচ্ছে।

আজ (বুধবার, ২ অক্টোবর) সন্ধ্যার পরপর নামে ঝুম বৃষ্টি। এতে রাজধানীর মতিঝিল, ইত্তেফাক মোড়, আরামবাগসহ প্রধান প্রধান বেশ কিছু চলে যায় পানির নিচে।

বেশ কিছু দোকানপাটে পানি ঢুকে পড়ে। হাঁটু সমান পানি মাড়িয়ে গন্তব্যে ফিরতে গিয়ে ভোগান্তির কবলে পড়ে মানুষ। অতিরিক্ত জলজটের কারণে বেশ কিছু যানবাহন সড়কেই বিকল হয়ে পড়ে।

পথচারীরা বলেন, অল্প বৃষ্টিতেই যেহেতু সড়কে হাঁটু পানি জমে যাচ্ছে বেশি বৃষ্টিতে ভোগান্তি আরও বাড়তে পারে। জলজটের পেছনে সিটি করপোরেশনের উদাসীনতাকেই দুষলেন নাগরিকরা।

এসএস