দেশে এখন , রাজনীতি
এখন ভোট
0

জাতিসংঘ পর্যবেক্ষক পাঠানো না পাঠানো তাদের বিষয় : ওবায়দুল কাদের

Shahinur Sarkar

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে কি না সেটা তাদের বিষয়। যুক্তরাষ্ট্রসহ শতাধিক পর্যবেক্ষকের নাম নির্বাচন কমিশনে চলে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। আরও বলেন, রওশন এরশাদ নির্বাচন না করলেও তার দল নির্বাচন করছে। ব্যক্তিগতভাবে বা শারীরিক কারণে হতে পারে তিনি নির্বাচনে আসছেন না।

জোটের আসন ভাগাভাগির বিষয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে বলে এসময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, ‘এরমধ্যে আলোচনা করে এ বিষয়ে কথা বলা যাবে’।

চমক দেখতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। জোটের মধ্যে ক্ষোভ নাই জানিয়ে তিনি বলেন, ১৬ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে কে বিদ্রোহী আর কে স্বতন্ত্র। জয়ী হওয়ার মতো যোগ্য প্রার্থী হলে বিবেচনা করা হবে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এসএসএস