দেশে এখন
0

জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে তিনি এ কথা জানান।

আজাদ মজুমদার বলেন, 'জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া গুমের সাথে অভিযুক্ত ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।'

তিনি বলেন, 'এক লাখ ৪৭ হাজার ই-পাসপোর্ট প্রস্তুত। আগামীকাল (বুধবার, ৮ জানুয়ারি) থেকে পাসপোর্ট সংগ্রহ করতে এসএমএস পাবেন প্রবাসী বাংলাদেশিরা।'

এছাড়া চলতি মাসের মধ্যে বই ছাপানো ও বিতরণ করা হবে বলেও জানান তিনি। এ বছর দেশেই সকল টেক্সটবুক ছাপানো হচ্ছে বলেও জানিয়েছেন উপ প্রেস সচিব।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের আমিরের বৈঠক হয়েছে। বৈঠকে সংস্কার, নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে কথা হয়েছে।'

এসএস