দেশে এখন
0

সীমান্তে হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে মামলা করতে সরকারের কাছে দাবি

ফেলানি হত্যাসহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সীমান্তে সংঘটিত সব হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।

আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) ফেলানি হত্যা দিবস উপলক্ষে শাহবাগে নাগরিক কমিটির ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি করেন।

এ সময় বক্তারা বলেন, '৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের মাঝে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, ছাত্র-জনতাকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়। দেশবিরোধী কোনো চক্রান্ত আর মেনে নেবে না জনগণ।

আওয়ামী সরকারের আমলে হওয়া বাংলাদেশ-ভারত সব চুক্তি প্রকাশ করার দাবি জানিয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'ভবিষ্যতে ভারতের সঙ্গে সব চুক্তির আগে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে মতামত নিতে হবে সে চুক্তি হবে কি না।'

এসএস