বাজেট প্রতিক্রিয়া
বাজেট ২০২৪-২৫
0

বাজেটে বিদেশি ঋণের নির্ভরশীলতা কমিয়ে আনা হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশি ঋণের নির্ভরশীলতা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বাজেট প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেছেন।

প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘এটি উন্নয়নের ধারাবাহিকতার বাজেট। রিজার্ভের যে সংকট হয়েছে সেটা পুনরুদ্ধারের তাগিদ আছে বাজেটে।’

আজ বিকেলে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্পিকারের অনুমতি নিয়ে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

বিকেল সাড়ে ৪টার অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্য শেষ করেন।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদ সচিবালয়ে বাজেট সংক্রান্ত মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আসু