বিদেশে এখন
0

ভারতীয় অর্থনীতির রূপকার থেকে রাজনৈতিক নেতা মনমোহন সিং

১৪০ কোটি মানুষের দেশ ভারতের দুই মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন সদ্য প্রয়াত রাজনীতিবিদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং। দেশের অর্থমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অর্থনীতিবিদ। ১৯৯১ সালে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ভারতের অর্থনীতিকে উদ্ধার করেছিলেন সেসময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা মনমোহন সিং। পাকিস্তানে জন্ম নেয়া অসাধারণ এই ব্যক্তিত্ব ছিলেন ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী।

অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদ হয়েছিলেন মনমোহান সিং। ১৯৩২ সালের সেপ্টেম্বরে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায় এক দরিদ্র শিখ পরিবারে জন্ম তার। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষের পর ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডি'ফিল করেন তিনি।

১৯৬৯ সালে মনমোহন শুরু করেন শিক্ষকতা। ১৯৭৬ সালে হন কেন্দ্রীয় সরকারের অর্থসচিব। ১৯৮২ সালে মনমোহনকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর করা হয়। ১৯৮৫ সাল পর্যন্ত সেই পদে ছিলেন। ১৯৯১ সালে নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হন। একই বছরে প্রথমবারের মতো রাজ্যসভা সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

রাজস্বের বিশাল ঘাটতি গোটা দেশকে পঙ্গু করে দেয়ার মতো জায়গায় নিয়ে গিয়েছিলো। সেই সংকট থেকে ভারতকে বের করে এনেছিলেন ড. মনমোহন সিং। শুধু দেশের অর্থনীতিকে রক্ষা করেননি, পৌঁছে দিয়েছিলেন মজবুত জায়গায়।

১৯৯৯ সালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন মনমোহন সিং। ২০০৪ সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে সোনিয়া গান্ধী বিদেশিনী বিতর্কের কারণে প্রধানমন্ত্রী হতে অস্বীকৃতি জানান। ফলে প্রধানমন্ত্রী হিসেবে তাকে নির্বাচন করা হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় পুরো সময় ভারতীয় অর্থনীতির সংস্কারে ব্যস্ত ছিলেন তিনি। এরপর ২০০৯ সালে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।

২০১০ সালের শেষদিকে একাধিক দুর্নীতি কেলেঙ্কারির জন্য সমালোচনার মুখে পড়েন তিনি। সেসময় টেলিভিশনে দেয়া এক ভাষণে ড. মনমোহন বলেছিলেন, 'খোঁড়া হাঁস' নেতা নন তিনি।

বর্ষীয়ান এই নেতা কর্মজীবনে টেকনোক্র্যাট, অর্থনীতিবিদ হিসেবে কাজ করার পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করে বিশ্ব সম্প্রদায়ে ছিলেন পরিচিত মুখ।

তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে অভিহিত করা হয়। শুক্রবার রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। তার বয়স হয়েছিল ৯২ বছর।

ইএ