‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে রাবির তিন শিক্ষার্থীকে মারধর; প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাবির তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা
রাবির তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
1

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাজলা ক্যান্টিনে গতকাল (বুধবার, ১৯ নভেম্বর) রাতের খাওয়ার সময় ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) বেলা ১২টা থেকে শুরু করে এখনও পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

জানা গেছে, গতকাল রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের মিনহাজ রহমান। এদের মধ্যে বখশীকে রাবি মেডিকেল সেন্টারে এবং ফারাবী ও মিনহাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

বিক্ষোভকারীরা জানান, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাজলা ফটকের সামনে এ ঘটনা ঘটেছে। অথচ সামনেই পুলিশ ফাঁড়ি ছিল।

পুলিশ এখনও কেন নীরব, বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এখনও মামলা করেনি?— এমন প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

এসময় দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

এসএইচ