রাত নামলেই আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন যেন এখন নিত্যদিনের ঘটনা।
এদিকে বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর পল্লবী থানার ২০ মিটার দূরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটায় দুর্বৃত্তরা। এতে করে এক পুলিশ সদস্য সহ কমপক্ষে তিনজন আহত হয়েছে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান বলেন, ‘আমরা দেখছি। অভিযান পরিচালনা করবো। কারা এটার সাথে জড়িত তা আমরা দেখবো। আমাদের একজন সদস্য সেখানে ছিলেন। তিনি আহত, তার চিকিৎসা চলছে।’
আরও পড়ুন:
অন্যদিকে রাত দশটার দিকে গাড়ির চালক রাতের খাবার গ্রহণ করতে গেলে রামপুরা বিটিভি ভবনের সামনে রাখা ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে করে মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে বলে জানায় পুলিশ।
এলাকাবাসী জানান, প্রায় ৩০ মিনিট পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কিন্তু এর মাঝেই অনেক ক্ষতি হয়ে গেছে।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘আশপাশে যেসব সিসি ক্যামেরা আছে আমরা দেখছি। আগুন লেগেছে নাকি অন্যভাবে লাগানো হয়েছে এটা তদন্ত করে আমরা বের করবো।’
ক্রমাগত সহিংসতায় আতঙ্ক আর অস্থিরতা বাড়ছে নগরবাসীর মধ্যে। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।





