নির্বাচনে ভোট গ্রহণের জন্য এরইমধ্যে পাঁচটি অনুষদকে ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা হয়েছে। চার স্তরের নিরাপত্তা পরিকল্পনাও তুলে ধরেছে প্রশাসন। এছাড়াও নির্বাচনের দিন ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ৩০টি বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। অতিরিক্ত শিডিউলে চলবে শাটলও।
আরও পড়ুন:
সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরাও। তবে ভোট গ্রহণের দিন পর্যন্ত এ পরিবেশ বজায় রাখার দাবী প্রার্থীদের। আজ রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। যেখানে সাড়ে ২৭ হাজার ভোটার ভোট দিবেন। এজন্য পাঁচটি কেন্দ্রের ৬০টি কক্ষের প্রায় ৭০০ বুথে চলবে ভোট গ্রহণ। ওএমআর পদ্ধতিতে চলবে ভোট গ্রহণ।





