চাকসু নির্বাচন: প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীদের ব্যস্ততা

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে এসে মাঠে ঘাম ঝরাচ্ছেন প্রার্থীরা। আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকাল থেকেই ক্যাম্পাসের প্রবেশ পথ, অনুষদ ঝুপড়িসহ বিভিন্ন স্থানে চলছে প্রচারণার কার্যক্রম। শেষ মুহূর্তে নিজেদের ইশতেহার ও প্রতিশ্রুতি আবারও শিক্ষার্থীদের কাছে পৌছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থীরা।

নির্বাচনে ভোট গ্রহণের জন্য এরইমধ্যে পাঁচটি অনুষদকে ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা হয়েছে। চার স্তরের নিরাপত্তা পরিকল্পনাও তুলে ধরেছে প্রশাসন। এছাড়াও নির্বাচনের দিন ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ৩০টি বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। অতিরিক্ত শিডিউলে চলবে শাটলও।

আরও পড়ুন:

সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরাও। তবে ভোট গ্রহণের দিন পর্যন্ত এ পরিবেশ বজায় রাখার দাবী প্রার্থীদের। আজ রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। যেখানে সাড়ে ২৭ হাজার ভোটার ভোট দিবেন। এজন্য পাঁচটি কেন্দ্রের ৬০টি কক্ষের প্রায় ৭০০ বুথে চলবে ভোট গ্রহণ। ওএমআর পদ্ধতিতে চলবে ভোট গ্রহণ।

এফএস