মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত কয়েকজন

শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া | ছবি: সংগৃহীত
2

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনা কাভার করতে গিয়ে আহত হয়েছেন এখন টিভির সংবাদকর্মী। এসময় শিক্ষার্থীসহ আরও বেশ কয়েকজন আহত হন। গতকাল (রোববার, ১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ উত্তেজনা শুরু হয়। রাজধানীর নীলক্ষেত এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে এ ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েমসহ ছাত্রনেতারা। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন:

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন শাহনেওয়াজ হোস্টেলের সামনে ফুটপাতের দোকান বসানো নিয়ে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ মারাত্মকভাবে আহত হয়েছেন কয়েকজন। শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে এখন টিভির রিপোর্টার ফরহাদ বিন নূর মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ইএ