দীর্ঘদিন ধরে ডেন্টাল কলেজের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এতে প্রশাসন থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকালে অ্যাকাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বৃহত্তর চট্টগ্রামের তিন কোটি মানুষের দাঁতের চিকিৎসার জন্য কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নেই। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ে ডেন্টাল ইউনিটে আসা শতাধিক রোগী। চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের।
আরও পড়ুন:
এছাড়াও, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ সংকট রয়েছে। মেডিকেল ইকুইপমেন্টের অপর্যাপ্ততার কারণে কনজারভেটিভ অ্যান্ড অ্যান্ডোডন্টিকস বিভাগে রুট ক্যানেল, ফিলিং, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে মুখের ক্যান্সার, টিউমার, হাড় ভাঙ্গা ইত্যাদি রোগের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।
এসময়, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হলে এ সমস্যা দূর হয়ে যাবে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ রূপান্তরের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা ।





