এছাড়া প্রতিষ্ঠানটির সরকারি নিবন্ধন করে দেয়ার আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
তিনি জানান, এখানে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এত সুন্দর একটি স্কুল রয়েছে—আমরা তা জানতাম না। এখন টেলিভিশনের সংবাদ দেখে জানার পরই আমরা তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোসা. উম্মে কুলসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি জেমস বিশ্বাস ও উত্তম কুমার মণ্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রতিষ্ঠানটির শিক্ষকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে ২১ নভেম্বর ‘চাঁপাইনবাবগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী স্কুলের গল্প’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে এখন টেলিভিশন। সেই প্রতিবেদন প্রচারের পরই বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে সহযোগিতা করা হয় শিক্ষার্থীদের।





